তোমার অপেক্ষায়

 তোমার_অপেক্ষায়

মেঘা তার বাবার একমাত্র মেয়ে। অনেক আদরের একদম রাজকুমারির মত মি; কবির খান মেঘা কে বড়ো করেছে।
জন্মের পর মেঘা হারায় তার মা কে।মিসেস নিশীথা খান ছিল কবির খানের পৃথিবী। নিশীথার হঠাৎ চলে যাওয়ায় মি: কবির চোখে অন্ধকার দেখা শুরু করে।হারিয়ে ফেলে বেচে থাকার ইচ্চা ও কারন দুই ই। মেনে নিতে পারছিলোনা কিছু তেই। কারন নিশীথা ছিল তার প্রথম ভালবাসা। কিন্তু মেঘার দিকে চেয়ে সে মেঘা কে আকরে ধরে নতুন করে বাচতে শুরু করে। তবে কবির বিয়ে করেননি কারণ নিশীথার যায়গাটা কেউ পুরন করতে পারবেনা কোনোদিন। সবাই বলেছিল আবার বিয়ে করতে বন্ধু আত্তিও কেও বাদ জায়নে।তবে কবির তার নিজের মত করে থাকলো মেঘাকে আগলে ধরে। এভাবে ২০ টি বছর পার হয়ে গেল।
মেঘা খুব লক্ষি কিন্ত বদ্মেজাজি। অতিরিক্ত আদরের ফলে যা হয় আর কি।
সকাল ৯ টা বাজে। আজ মেঘার varsity off তাই সে এখনো পরে ঘুমচ্ছে। এদিক এ কবির খান অপেক্ষায় বসে আছে তার রাজকুমারির। কারন প্রতিদিন সকালে মেঘার মুখ না দেক্লে কবির সাহেবের দিন ই শুরুহয়না।
কবির সাহেব বুয়া কে পাঠালো মেঘা কে তুলে দিতে।
যেইনা ডাক দিল আর সে ঘরে ঝড় তুলে দিল।
মেঘাঃ আমাকে কি শান্তি মত ঘুমুতে দিবিনা।
বুয়াঃ মাথা নিচু করে বল্ল সাহেব অপেক্ষা করছে আফা।
মেঘাঃ ওহ শিট। ৯ টা বেজে গেছে আরোো আগে তুলবিতো
এই বলে এক দউর দিয়া বাবার কাছে যায়।
মেঘাঃ Good morning papa. Sorry late হয়ে গেল পাপা।
মিঃ কবিরঃ।।। It's alright my Little Princes. কি আজ varsity নেই মামনি?
মেঘাঃঃ No papa It's Friday. মনে আছে তো আজকে আমরা বেরাতে যাবো? তুমি কিন্তু তারাতারি ফিরবে আজকে।
মি কবিরঃ Ok dear.Now give me a special good morning kiss My angel.
মেঘাঃ উম্মা। টাটা পাপ্পা
মি কবিরঃ একদম দুষ্টমি করবেনা। খেয়ে নিও আর আমি কল দিব।
মেঘাঃ ok papa..Take care
বাবাকে বিদায় দিয়ে মেঘা রুম এ গেল ফোন বাজছে তারপর তার ঠোঁটের কোনায় একটা মিষ্টি হাসি ফুটে উঠলো ফোন টা হাতে নিয়ে.......
মেঘা: হাসি মুখে Hello.
ছানি; good morning my angry queen.
মেঘাঃ হুম Good morning.... মাত্র উঠলো পাজিটা?
ছানি: না আরও আগেই উঠছি তোমার অপেক্ষায় ছিলাম। কারন সকাল সকাল ঘুম থেকে তুলে নিজের বিপদ ডেকে আনতে চাই না। (মজা করে বলল)
মেঘাঃ ওই কি বল্লা??? আমাকে এতই পচা ভাবো তুমি??? ( অভিমান করে বল্লো)
ছানিঃ আমি তো মজা করলাম পাগলি। কিচ্ছু বুঝেনা।এখন সুনেন মহারানি আমরা কখন দেখা করছি???
মেঘা: জি না আজকে দেখা হচ্ছে না। আজকে আমি আর পাপা ঘুরতে যাব। আজকের দিন সুধু আমার আর পাপার।I am very excited জানো???
ছানিঃ জি জানি আজকে আপনার জন্য ঈদ এর চেয়ে বেসি খুসির দিন। তাহলে ঘুরে আসো তুমি আমার কিছু কাজ আছে সেরে নেই। টাটা
মেঘা: এই দারাও না এত তারা কিসের তোমার। breakfast done??
ছানি: না।
মেঘা: great...then let's go এক সাথে খাব।
ছানিঃok.
( ছানি মেঘার প্রেমিক। এক সাথে পরালেখা করছে। ছানির পরিচয় দিতে গেলে বলতে হয় ধনি বাবার খারাপ ছেলে।তবে মুখস ধারি যা মেঘার অজানা)
বিকেল থেকেই মেঘা তৈরি হচ্ছে অবশেষে মি কবির খান এলো।
মি খান: মামমি তুমি ready তো??? কই দেখি তো আমার Princess k kmon lagce??? মাশাল্লাহ।
মেঘাঃ Thank You. পাপা চলো তো।
মি খানঃ let's go dear.
ঘুরাঘুরি করে রাতে বাইরে খাবার খেয়ে বাবা মেয়ে বাসায় ফিরলো রাত ১১ টায়। মেঘা বাসায় এসেই তারাতারি রুম এ যেয়ে ছানিকে কল দেয়।
৩ বার রিং হওয়ার পর অনেক বিরক্ত ভাব নিয়ে ছানি ফোনটা ধোরলো।
ছানিঃ হ্যালো কি হয়েছে? এতোবার কল কেনো দিচ্ছো??
মেঘাঃ (মন টা পুরো ভেঙে গেলো) না এমনি।আচ্ছা রাখি। আর সরি বিরক্ত করার জন্য। বলেই ফোন একটা আছার দেয়।
(অনেক আসা করে কল দেয় ছানিকে কি কি করেছে সব বলবে আর অনেক miss ও করছে ছানিকে কিন্তুু....... মন খারাপ করে ঘুমিয়ে যায় মেঘা)
ছানি তখন ললনা নিয়ে মগ্ন বিছানায়। সে তার লিলা শেষ করে নিসতেজ হয়ে ঘুমায় নগ্ন রাকার বুকে। রাকা মেঘার ভাল বন্ধু। same age all.
সকালে ঘুম ভাংলো মেঘার পাপার সাথে ব্রেকফাস্ট করে নিলো। পাপাকে বিদায় দিয়ে রুম এ আসলো। অফিস যেয়ে িম: কবির অনেক বার কল িদলো কিন্ত মেঘার মোবাইল বন্ধ। তারপর টেলিফোন এ কল দিল। ফোন টা মেঘা তুললো।
মি কবিরঃ মামনি ঠিক আছো তো তুমি??? ফোন বন্ধ কেন তোমার?
মেঘাঃ মনে পরলো ফোন তো....... ওহ পাপা বলতে ভুলে গেছি ফোন টা রাতে ভেঙে গেছে।
মি কবির ঃ ok I'll get you a new phone. Bye মামনি.
তাইতো বলি দুপুর হচ্ছে আর ছানি ফোন দিচ্ছে না কেন! রুমে এসে ল্যাপটপ অন করে মেঘার মাথায় আকাশ ভেঙে পড়লো।Oh My God
ছানিঃ মেঘা তুমি কোথায়? তোমার ফোন বন্ধ কেন??? সেই সকাল থেকে কল দিচ্ছি। তুমি ঠিক আছো তো বাবু??? মেঘা plz answer me.Missing you too much....sorry for last night I was drunk Plz forgive me. আর এইরকম হবে না। চিন্তায় মাথা টা ফেটে যাচ্ছে। কই গেলা বাবু????
মেঘা: হুম বলো।
ছানি: আসলা তুমি। ঠিক আছ তো? কি হইছে তোমার???
মেঘাঃ কি হবে? কই কিছু না তো।
ছানিঃ থাক এখন কিছু বলতে হবে না। যা বলার সামনে এসে বলবা। এখন বলো দেখা করবা কখন???
মেঘাঃ দরকার নেই কিছু জানার আর দেখা করার।আবার বিরক্ত হয়ে যাবা। আর কষ্ট দিতে চাই না।
ছানিঃ এভাবে কেনো বলছো?? believe me last night I was drunk. And extremely sorry for that..plz একবার দেখা কর বাবু।প্লিজ না করোনা।
মেঘা: আর না করতে পারলো না। যতই অভিমান করে থাকুক ভালোবাসে তো অনেক।
ok I'll be there at 4 p.m bye
এটা বলেই অনলাইন থেকে চলে আসে মেঘা।
*
মেঘা রাজি হওয়ায় খুব খুসি হয় ছানি। ছানি মেঘা কে ভালোবাশেনা ঠিকই কিন্তুু ওর থেকে দূরে থাকতে পারে না। মেঘার জন্য অন্যরকম এক অনুভুতি কাজ করে সবসময় ছানির মনে।
বিকালে মেঘা আর ছানি একটা রেস্তোরাঁর দেখা করলো।
ছানিঃ কেমন আছ???
মেঘাঃ তা তোমার জানতে হবেনা।কেনো ডেকেছো বলো,?
ছানিঃ রাগ করে আছে বাবুটা। আচ্ছা আগে বলো
কি খাবা??
মেঘাঃ কিছুনা।তুমি খাও।
ছানিঃ আজব, আচ্ছা আমি ই বলছি পাগলি টা।
তাহলে কফি। আমি জানি বাবু টা মানা করবেনা।
( দুজন চুপ করে বসে আছে। ছানি অপেক্ষায় আছে কখন মেঘা কথা বলবে)
ছানিঃ কিছু তো বলো প্লিজ!!!!
মেঘাঃ ছানির দিক তাকিয়ে আছে ২ মিনিট পর ওর সব রাগ জর হলো।তারপর গায়ের যত শক্তি আছে
সব টুকু দিয়ে ছানিকে একটা কষিয়ে চর দিলো আর বললো নেকামো আমার একদম পছন্দ না। এমন ভাব দেখাচ্ছে যেন কিছুই হয়নি।
ছানিঃ অবাক হয়ে চেয়ে রইলো।
মেঘাঃতোর চেহারা দেকতে ইচ্ছে হচ্ছে না।থাক তুই আমি গেলাম।
মেঘা যেই উঠতে গেলো আর ছানি হাত ধরে বসলো। ইচ্ছা হলে আরও মার কিন্তুু ফেলে যেও না প্লিজ।
মেঘাঃএখন কেন কাদছিস?? মদ খাবার সময় মনে ছিলো না? আমি তোকে বারন করেছিনা এই সব খেতে? জবাব দে???কোন সাহসে খেলি তুই??
ছানিঃ মাথা নিচু করে sorry তো বাবু! আর হবে না believe me I'll try my best. Plz আর রেগে থেকো না। please babu. Forgive me my angry Queen.
মেঘাঃ ছানির অবস্থা দেখে আর রেগে থাকতে পারলো না। Ok but be careful next time. Don't you dare to repet this again.
ছানিঃ Okh. But please smile now. তোমাকে পচা লাগে গোমরা মুখে। এই হাসো না একটু।
মেঘাঃ মুচকি হেসে ওর দিকে তাকালো কিন্ত মেঘার চোখ বড় হয়ে গেল Oh my god what have I done!!!!! তোমার গাল লাল হয়ে গেছে।
(ছানি অনেক ফরসা। সাদা বললে ও ভুল হবে না।
বলেই ছানির কাছে গিয়ে জড়িয়ে ধরে কেদে দিলো। I am so sorry.রাগের মাথায় অনেক জোরে মেরাছি। কেন যে রাগাও আমাকে তুমি??? জানই তো রাগ্লে আমার মাথা ঠিক থাকে না!!!
ছানিঃ পাগলি টা আমার that's alright babu.plz don't cry my baby. I won't reapet this again. Sorry for hurting you too much.
কিছু সময় পর মেঘা সাভাবিক হল। তারপর দুজন ঘুরে বাসায় এসে পরলো। বাসায় এসে দেখে মি কবির সোফায় বসে আছে।
মেঘাঃ কখন এলে পাপা???
মি কবিরঃ এসেছো তুমি। এই নাও বলে একটা বাক্স হাতে দিলো মেঘার।
মেঘাঃ ওয়াও নিউ ফোন। thnak u papa. You are the best.
মি কবিরঃ যাও fresh হয়ে বিস্রাম নাও।
মেঘাঃ Ok papa..
রাতে খাবার খেয়ে মেঘা রুম এ যেয়ে দেখে ছানি কল দিচ্ছে।
মেঘাঃ হ্যা বলো।
ছানিঃ কই থাকো তুমি?? কতো গুলো কল দিছি!
মেঘা: খাবার। খাচ্ছিলাম। তুমি খেয়েছো?
ছানিঃ হুম।
মেঘাঃ ভালো। এই ঘুম আসছে ঘুমবো।
ছানিঃ ওকে বাবু Good night. ( খুসি হলো মনে মনে)
মেঘাঃgood night jan.bye
মেঘার ঘুমনোর পর ছানি late night call and chatting e busy হয়ে গেলো।
সকালে ঘুম থেকে উঠে মেঘা ছানি কে কল দিলো। রিং হলো ২ বার তারপর ছানি ফোন ধরে বললো এই এতো সকাল সকাল কেনো ফোন দিচ্ছো? অনেক রাত এ ঘুমাইছি এমনিতেই।
মেঘাঃ Ok bye ঘুমাও বলেই ফোন রেখে দিলো।
।।
( আবারও মন খারাপ হলো মেয়টার)
বাইরে যেয়ে দেখে িম কবির তৈরি হয়ে বসে
আছে।
মি কবির ঃ মামনি আজ আমার একটা মিটিং আছে। আমি বাইরে খেয়ে নিব।তুমি খেয়ে নিও।
Bye little Princess
মেঘাঃ Ok papa bye.
মি কবির চলে গেলো। মেঘা দারিয়ে আছে আর ভাবছে এত কিসের তারা পাপার, ভালো করে bye ও বল্লো না। ১ মিনিট পর কবির সাহেব ফিরে এসে বল্লেন কিছু একটা কি miss হয়ে গেল মামনি??? এবার মেঘা হাসি মুখে এক দৌড়ে কাছে গিয়ে উম্মা সাবধানে যেও।আর তারাতারি চলে এসো। আর Best of luck.
মি কবিরঃ tnx my little Princess. Good bye. I'll be back soon Princess.
12 টা বাজে but এখনো ছানি কল দিচ্ছে না। ১ টার দিক কল দিলো ছানি।
ছানিঃ কি করে আমার বাবুটা???
মেঘাঃ কিছুনা।
ছানিঃ খেয়েছিলে?
মেঘাঃহুম।তুমি?
ছানিঃ yeah. শুনো আজকে দেখা হবে না।বাবার সাথে বেরতে হবে।
(মিথ্যা কথা, আজ ছানি রাকা আর মুনিয়ার সাথে ঘুরবে। মুনিয়া(fb frnd) তাই মেঘা কে মানা করলো।)
মেঘাঃ হুম। Ok bye. রেখে দিলো ফোন রাগ করে কারন মেঘা যে রেগে আছে সে দিক একটুও খেয়াল নেই ছানির।
আজকে মি কবির খান এর মিটিং একটা ছেলের বেপার এ কথা হলো যে নাকি এই সপ্তাহে top 10 business men দের মধ্যে Top 2 তে এসেছে।
young man নিশির রহমান। খুব অল্প বয়সেই সফলতা অর্জন করেছে।মিডিয়াতে তোলপার পরে গেলো নিশির কে নিয়ে। মি কবির spy লাগিয়ে দিলো নিশির এর all information collect করতে।
(Yes!!! তোমরা যা ভাবছো তাই।মেঘা কবির কে মেঘা রহমান করার উদ্দেশ্য নিয়ে এই উদ্দোগ নেন কবির খান)
আজ প্রথম বার মি কবির মেঘার বিয়ের কথা ভাব্লেন তাই তার মনটা একটু খারাপ।কি করে থাকবে মেঘা কে ছেড়ে।ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি পরে গেলো কবির খানের। বাসার জন্য অফিস থেকে বের হলেন অনেক রাত হলো ফিরতে। রাস্তায় সে ছানি কে দেকলো মাতাল সে একটা মেয়েকে নিয়ে হোটেল এর ভিতোর থেকে বের হচ্ছে।
মি কবিরঃ আজকালকার ছেলে মেয়ে রা একদম নস্ট হয়ে গেছে। ওদের ই বা কি দোষ internet r western country follow করার কারনে এই দসা আজ। আমার মামনি টা যে কিভাবে এই যুগের সাথে না মিসে থাকলো আল্লাহ ই জানে।শুধু অবাক হই দেখে।সবই আল্লাহ পাকের রহমত।
এদিক এ মেঘা গাল ফুলিয়ে পাপা আর ছানির জন্য অপেক্ষা করতে করতে না খেয়ে রাগ করে গাল ফুলিয়ে আছে । সবাই এ ব্যাস্ত সুধু আমি একাই free..huh...ভাবতে ভাবতে ঘুমিয়ে পরলো মেঘা।
বাসায় ফিরে মি খান যখন সুনলেন মেঘা না খেয়ে ঘুমিয়েছে তখন মনটা আরও খারাপ হলো তার। আজকে ব্যাস্ততার কারোনে সারাদিনে একবার ও খবর নেওয়া হয়নি মেয়েটার। মি কবির ও না খেয়ে ঘুমিয়ে পরলো।
***
ছানি ও বাসায় এসে normal হলো। তারপর
মনে পরলো মেঘার কথা। oh no আজ পাগলি টার সাথে সেই সকালে কথা হয়েছে, আজ আমার খবর আছে। নিশ্চই গুলুমলু গাল টা ফুলিয়ে আছে। রাগলে ওকে অপরুপা লাগে বলে বোঝানো যাবে না।

Comments

Popular posts from this blog

মায়ার শহর

কিভাবে বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সিং শুরু করবেন

তুই আমার নেশা