মায়ার শহর

 কখনো ভাবিনি নিজের প্রিয় মানুষটার বিয়ে নিজের চোখের সামনে দেখবো কত স্বপ্ন ছিল তাকে ঘিরে। আমি আনিয়া মাহি সবাই মাহি বলেই ডাকে আর যার বিয়ে হচ্ছে সে আমার ভালোবাসার মানুষ আবির। যাকে যখন থেকে ভালোবাসা কি বুঝেছি তখন থেকে ভালোবেসেছি।

DOWNLOAD KARAGAR


অতীতে ফেরা যাক....
কিরে মাহি কলেজে যাবি না কয়টা বাজে দেখচ্ছিছ উঠ বলতাছি নবাবের বাচ্চা এখনো ঘুমাইতাছে। মাহির মা টেনে উঠিয়ে যা ফ্রেস হ আজ তোর আবির ভাইয়া আসবে। আম্মুর কথা শুনে আমার ঘুম উড়ে ঘেছে। কি বললা আম্মু আ আ আবির ভাইয়া আসবে। জি। আম্মু তুমি জাও আমি ফ্রেস হয়ে আসতেছি। তারপর ফ্রেস হয়ে নিচে ঘিয়ে দেখি বড় খালামুনি,ছোটো খালামুনি, রিয়া আপু,জিয়ান ভাইয়া,নূর আপু,ইফতি ভাইয়া সবাই এসেছে আরো একজন আছে যাকে দেখে আমার চোখ আটকে গেছে লম্বা গায়ের রং সাদা বাদামি চোখের মনি যেন ওই চোখে এক মায়ার শহর ওই চোখে যে বেশি সময় তাকিয়ে থাকা সম্ভব না। বড় খালামুনির ডাকে আমার ঘোর ভাঙ্গলো কিরে মাহি ওখানে দাঁড়িয়ে আছিস কেন এদিকে আয়। আমি গিয়ে খালামুনির পাশে বসলাম।খালামুনির মেয়ে নেই উনি আমাকে খুব আদর করে। তোর আবির ভাইয়া ছোটবেলায় তোরা দুইজন শুধু ঝগড়া করতি। খালামুনির কথা শুনে হাসবো না কাদবো ভুলে গেছি। আমি নাকি ভাইয়ার সাথে ঝগড়া করতাম। আমি আবির ভাইয়ার দিকে তাকিয়ে দেখি উনি ফোনের দিকেই তাকিয়ে আছে।হঠাৎ আবির ভাইয়া আমার দিকে তাকালেন এবং একটা হাসি দিলেন। আমি কেন যেন ওনার দিকে তাকিয়ে থাকতে পারছিনা চোখ সরিয়ে নিলাম। কথা শেষ করে যে যার রুমে চলে গেল।আমাদের ওপর পাশে খালামুনিদের বাসা।বারান্দায় যাই মনটা ফুরফুরে হয়ে যাবে বারান্দায় গিয়ে আমার চোখ আটকে গেছে পাশের বারান্দায়
চলবে!
আমি নতুন গল্প লিখতে শুরু করেছি আশা করি সবাই সাপোর্ট করবেন গল্প ভালো হলে বা ভালো না হলে জানিয়ে দিবেন।

Comments

Post a Comment

Popular posts from this blog

কিভাবে বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সিং শুরু করবেন

তুই আমার নেশা